আসছে ‘পুতুলনাচের ইতিকথা’: কুসুম-শশীর জীবনের অনবদ্য উপস্থাপন

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ এবার রূপ নিচ্ছে চলচ্চিত্রে। পশ্চিমবঙ্গের খ্যাতনামা নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছে একই নামের এই সিনেমা।
যেখানে পর্দায় উঠে আসবে শশী, কুসুম ও কুমুদের জীবনের টানাপড়েন, দ্বন্দ্ব ও রহস্য।
ছবিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন তাঁকে এই চরিত্রে দেখতে। রোববার প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপ ইনস্টাগ্রামে ছবিটির মুক্তির দিন ঘোষণা করে জানায়—আগামী ১ আগস্ট ভারতে মুক্তি পাবে ‘পুতুলনাচের ইতিকথা’। এটি উপন্যাসটির প্রথম প্রকাশের ৯০ বছর পূর্তিকে ঘিরেই আয়োজিত হচ্ছে।
জানা গেছে, নির্মাতা সুমন মুখোপাধ্যায় তাঁর বাবার কাছ থেকেই উপন্যাসটির নাট্যরূপায়ণ দেখে অনুপ্রাণিত হন। সেই থেকেই এই সাহিত্যকর্মকে বড় পর্দায় রূপ দেওয়ার স্বপ্ন দেখতেন তিনি, যা এবার বাস্তবে রূপ নিচ্ছে।
কুসুম চরিত্র সম্পর্কে জয়া আহসান বলেন, ‘সে ২৩ বছরের এক তরুণী, যার মধ্যে রহস্য, খামখেয়ালিপনা এবং খাপছাড়া আচরণের ছাপ আছে।’
ছবিতে শশী চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। আর কুমুদ চরিত্রে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন সমীরণ দাস।
উল্লেখ্য, জয়া আহসান অভিনীত আরেকটি ছবি ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।
১২৪ বার পড়া হয়েছে