রাতের সংবর্ধনা শেষে সকালের ফ্লাইটে ভুটানে ঋতুপর্ণা-মনিকা

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারী এশিয়ান কাপে ইতিহাস গড়ার পর রোববার দিবাগত গভীর রাতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
সেই দলের দুই অন্যতম সদস্য ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা দেশে ফিরেই আবার ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন।
রাত দেড়টার দিকে ঢাকায় অবতরণ করার পর, রাত তিনটার দিকে হাতিরঝিলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। অনুষ্ঠান শেষে বাফুফে ভবনে একটু বিশ্রামের সুযোগ পেলেও সোমবার সকালে আবার বিমানবন্দরের পথে ছুটে যান ঋতুপর্ণা ও মনিকা।
তাঁরা বর্তমানে ভুটানের পারো এফসির হয়ে খেলছেন। ক্লাবটির অনুশীলন ক্যাম্প শুরু হওয়ায় ফিরেই ক্লাব দায়িত্বে যোগ দিয়েছেন দুই ফুটবলার।
বর্তমানে ভুটানের তিনটি ক্লাবে খেলছেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার। এর মধ্যে ট্রান্সপোর্ট ইউনাইটেডে আছেন রূপনা চাকমা, মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকার। থিম্পু সিটিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার (সিনিয়র)। অন্যদিকে পারো এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন ঋতুপর্ণা ও মনিকা।
১২৭ বার পড়া হয়েছে