১১ জন কন্যা ও ১৩৫ জন শিশু জুলাই অভ্যুত্থানে শহীদ : শারমিন মুরশিদ

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ১১ জন কন্যা ও ১৩৫ জন শিশু জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে।
তাদের পরিবারের চোখের জল মুছাতে চাই আমরা।” — এ কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ।
রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় ছয় বছর বয়সী শহীদ শিশু রিয়া গোপের পরিবারের খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যে শিশুরা শহীদ হয়েছে, আমরা গত এক বছর ধরে তাদের প্রতিটি মুহূর্ত মনে ধরে রেখেছি। নানা ব্যস্ততায় এতদিন আসা হয়নি, তবে এবার পুরো জুলাই মাস শহীদ শিশুদের জন্য উৎসর্গ করেছি। তাদের পরিবারকে জানাতে চাই— আমরা তোমাদের ভুলিনি, ভুলব না।”
শারমিন মুরশিদ জানান, ‘২৪ জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত। তাদের উদ্দেশ্য ছিল একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়া, সেই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।’
শহীদ শিশু রিয়ার স্মরণে একটি স্টেডিয়াম নির্মাণের কথাও জানান উপদেষ্টা। “এই স্টেডিয়ামে যখন শিশুরা খেলবে, তারা রিয়ার নাম দেখবে। তখন প্রশ্ন আসবে— রিয়া কে? আর তখনই রিয়ার আত্মত্যাগের গল্প উঠে আসবে সামনে,” বলেন তিনি।
শারমিন মুরশিদ আরও বলেন, “সব শহীদ পরিবারের বাসায় যাওয়া সম্ভব নয়, তবে এই প্রথমবার ১১ জন মেয়ে ও ১৩৫ শিশু শহীদ হয়েছে— আমরা তাদের স্বজনদের পাশে থাকতে চাই। যে স্বপ্ন ও উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, সেই সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৩৩ বার পড়া হয়েছে