সর্বশেষ

সারাদেশ

উখিয়ায় মাদকাসক্ত বাবার হাতে শিশু কন্যা নিহত, মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে চার বছর বয়সী এক শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার মনখালী কোনারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম কানিজ ফাতেমা।

পুলিশ জানায়, অভিযুক্ত আমান উল্লাহ একজন মাদকাসক্ত। সম্প্রতি তার স্ত্রী সঙ্গে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। কলহের জেরে শনিবার রাতে নিজ কন্যাকে হত্যা করে মরদেহ পাশের খালে ফেলে দেন তিনি। হত্যার ঘটনা ধামাচাপা দিতে একটি ছাগলও হত্যা করে শিশুর মরদেহের সঙ্গে খালে ভাসিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর এলাকাবাসী খালে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং নিজেরা অভিযুক্ত আমান উল্লাহকে ঘরের টিন কেটে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেন বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন