দ্বিতীয় ওয়ানডেতে একাদশের বাইরে লিটন দাস

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অবশেষে যা হওয়ার তাই হলো বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডেতে লিটন দাসকে একাদশ থেকে বাদ দিয়েছে।
দীর্ঘদিন ধরেই অফ ফর্মে থাকা লিটনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল বহুদিন ধরেই, আর প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সেটা আরও স্পষ্ট হয়।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেও ওয়ানডেতে লিটনের ব্যাটে দীর্ঘদিন ধরেই রান নেই। সর্বশেষ দুই অঙ্কের ইনিংস ছিল প্রায় দুই বছর আগে। এরপর আট ইনিংসে চারবার ‘ডাক’ মেরেছেন, মোট রান মাত্র ১৩।
এদিন কেবল ফর্ম নয়, কৌশলগত দিক থেকেও তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। মিডল অর্ডারে লিটন, হৃদয়, জাকের ও মিরাজ সবারই ডানহাতি হওয়ায় লঙ্কান লেগ স্পিনার হাসরাঙ্গা এবং বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে তাদের দুর্বলতা টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ হয়। তাই লিটনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী।
এছাড়া আরও একটি পরিবর্তন এসেছে একাদশে। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে দলে এসেছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশের একাদশ (২য় ওয়ানডে):
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
১২৩ বার পড়া হয়েছে