ডেঙ্গুর প্রকোপে হাসপাতালে ভিড়, বেড়ে চলছে করোনাও

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৫:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীসহ সারাদেশে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি-বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়, শয্যা খালি নেই অনেক কেন্দ্রে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী দুই মাসে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
কেবল ডেঙ্গু নয়, কোভিড রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোভিড আক্রান্ত এক কিডনি রোগীর চিকিৎসা চলছে আইসোলেশন ইউনিটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৪ জুলাইয়ের মধ্যে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি বরিশাল বিভাগে—১০১ জন। এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ৪৫ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
বিশেষজ্ঞরা বলছেন, এবার ডেঙ্গুর প্রকোপ গ্রামাঞ্চলেও ব্যাপক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার জানান, দেশের প্রতিটি জেলায় এডিস মশার লার্ভার ঘনত্ব অনেক বেশি (ব্রেটো ইনডেক্স ২০-এর ওপরে)। আগস্ট–সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর না থাকায় মশকনিধন কার্যক্রম অনেকটাই বন্ধ ছিল। মশা নিয়ন্ত্রণে বিজ্ঞানভিত্তিক সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং অভিজ্ঞদের সম্পৃক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মো. টিটো মিঞা বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্লাটিলেট কমে যাওয়ার চেয়েও বিপজ্জনক হলো রক্তচাপ হ্রাস। জ্বর হলে দ্রুত পরীক্ষা ও হাসপাতালের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর সংখ্যা বাড়লে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
১২৯ বার পড়া হয়েছে