মুরাদনগরে নারী নির্যাতনের মূল পরিকল্পনাকারী শাহ পরান গ্রেফতার : র্যাব

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে জেলার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটান শাহ পরান। বড় ভাই ফজর আলীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই তিনি এ নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ সংঘটনের পেছনে মূল ভূমিকা রাখেন।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, ঘটনার আগে থেকেই ভুক্তভোগী নারীকে উত্যক্ত করতেন শাহ পরান ও তার ভাই ফজর আলী। দুই মাস আগে পারিবারিক শালিসে বড় ভাইয়ের হাতে শাহ পরান জনসমক্ষে চড়-থাপ্পড় খাওয়ার পর থেকে সে প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিলেন। এ সুযোগ আসে ২৬ জুন রাতে, যখন ভুক্তভোগীর মা-বাবা একটি মেলায় যান।
সন্ধ্যার পর ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন। ঠিক তখনই শাহ পরানের নেতৃত্বে একদল যুবক—including আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজান ও আরও ৮-১০ জন—ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা নারীকে শারীরিকভাবে নির্যাতন করে, শ্লীলতাহানি চালায় এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
র্যাব জানায়, ঘটনার পর শাহ পরান ও তার সহযোগীরা আত্মগোপন করলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহ পরানকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ পরান স্বীকার করেছেন, বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে তিনিই পুরো ঘটনাটি পরিকল্পনা করেন। তিনি সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেন ইমো অ্যাপের মাধ্যমে এবং ঘটনার সময় তাদের কৌশলে ঘটনাস্থলে জড়ো করেন।
এক প্রশ্নের উত্তরে র্যাব-১১ এর অধিনায়ক বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় irrelevant। অপরাধ, সে যেই করুক, তা অপরাধই থাকে। শাহ পরান পেশায় একজন সিএনজিচালক এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।"
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব।
১২৭ বার পড়া হয়েছে