জাতীয়
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে।
অন্য বিভাগগুলোর মধ্যে:
ঢাকা মহানগরে ভর্তি ৭৮ জন
(সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৪৫ জন
চট্টগ্রাম বিভাগে ৩২ জন
রাজশাহী বিভাগে ২৯ জন
খুলনা বিভাগে ১৪ জন
ময়মনসিংহে ৫ জন
রংপুরে ৩ জন
সিলেটে ২ জন
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৪৫৬ জন।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর