সর্বশেষ

প্রবাস

‘জুলাই আন্দোলন’ স্মরণে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’-এর বর্ষপূর্তিকে কেন্দ্র করে আসছে ১৮ জুলাই “রেমিট্যান্স বন্ধ” কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

সরকারবিরোধী ছাত্র আন্দোলনে দমন-পীড়ন ও ওই রাতেই দেশে ইন্টারনেট বন্ধ রেখে সংঘটিত কথিত গণহত্যার প্রতিবাদেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওবার্তাগুলোর একটিতে প্রবাসীদের আন্দোলনের অন্যতম মুখপাত্র এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকেও কর্মসূচির পক্ষে অবস্থান নিতে দেখা যায়।

দমন-পীড়নের প্রতিবাদে প্রবাসীদের প্রতিক্রিয়া
সরকারের বৈষম্যবিরোধী আন্দোলন দমন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে এরই মধ্যে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনে সংহতি প্রকাশ করায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ডে দণ্ডিত করার ঘটনায় প্রবাসী সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে রেমিট্যান্স পাঠানোয় স্থবিরতা দেখা দেয়। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে ২৪ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে মাত্র ১৫০ কোটি ডলার, যেখানে মাসের প্রথম ১৩ দিনে এসেছিল ৯৮ কোটি ডলার এবং পরবর্তী ১১ দিনে মাত্র ৫২ কোটি। এ অবস্থার প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও।

রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতির উন্নতি
তবে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রবাসীরা নতুন সরকারের প্রতি আস্থা রেখে আবারও বৈধ পথে রেমিট্যান্স পাঠানো শুরু করেন। একইসঙ্গে সচেতনতামূলক প্রচারণা শুরু হওয়ায় রেমিট্যান্স প্রবাহেও ধীরে ধীরে ইতিবাচক প্রবণতা ফিরে আসে।

অর্থনীতির জন্য রেমিট্যান্সের গুরুত্ব
অর্থনীতিবিদদের মতে, দেশের আর্থসামাজিক উন্নয়নে রেমিট্যান্স একটি মূল ভিত্তি হিসেবে কাজ করে। এটি যেমন সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক, তেমনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৮ জুলাইয়ের “রেমিট্যান্স বন্ধ” কর্মসূচিকে তাই সরকার ও নীতিনির্ধারক মহল গভীর গুরুত্ব ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

৬২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন