আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো ডিএমপি

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৫:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি বহন এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২ জুলাই) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই ২০২৫ (১০ মহররম ১৪৪৭ হিজরি) ঢাকায় বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তবে বিগত বছরগুলোতে এসব মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠির মতো অস্ত্র দেখা গেছে। এতে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং জনমনে আতঙ্ক ছড়ায়। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোর ঘটনা মিছিলের ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিঘ্ন ঘটায়।
এই প্রেক্ষাপটে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী এসব অস্ত্র বহন এবং পটকা–আতশবাজি ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এ নিষেধাজ্ঞা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
১৩৫ বার পড়া হয়েছে