সর্বশেষ

জাতীয়

৬ মাসে ধর্ষণের শিকার ৪৮১ নারী, খুন হয়েছেন ৩২০ জন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে নারী ও মেয়েশিশুদের ওপর সহিংসতার চিত্র ভয়াবহ।

বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী। একই সময়ে খুন হয়েছেন ৬১ শিশুসহ ৩২০ জন।

মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে এবং ১ জুলাই গণমাধ্যমে পাঠায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথম ছয় মাসে নারী ও কন্যাশিশুসহ মোট ১,৫৫৫ জন নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ৪৮১ জনের মধ্যে ১০৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন, যাদের মধ্যে ৬২ জনই শিশু। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১০ শিশুসহ ১৭ জন নারী।

শুধু জুন মাসেই নির্যাতনের শিকার হয়েছেন ২০৩ জন, যাদের মধ্যে ৮৭ জন শিশুসহ ১১৬ জন নারী। এর মধ্যে ৬৫ জন নারী ধর্ষণের শিকার হন এবং ৮ জন নারী, যাদের মধ্যে ৫ জন শিশু, দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর হত্যা করা হয় ২ শিশুসহ ৩ জনকে। এ ছাড়া জুনে আরও ৭ জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন