উপদেষ্টা আসিফ কাউকে গুরুত্ব দিচ্ছেন না: নিলুফার চৌধুরী মনি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, বিএনপির উপদেষ্টা আসিফ মাহমুদের আচরণ এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
কারও পরামর্শ কিংবা প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই তিনি নিজের ইচ্ছামতো কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।
এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, "একটি শিশুর হাতে যদি গুলি বা বন্দুক তুলে দেন, সে না বুঝেই গুলি চালিয়ে দিতে পারে। আসিফ মাহমুদের অবস্থাও আজ তেমনই। তাকে অতি ক্ষমতা দেওয়া হয়েছে, যা এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।"
নিলুফার চৌধুরী আরও বলেন, “ছোট একটি দায়িত্বপ্রাপ্ত মানুষকে এত বড় ক্ষমতা দেওয়া ঠিক হয়নি। আমরা এতদিন যে কথা বলে আসছিলাম, আজ সেই বাস্তব চিত্র দেশবাসী দেখতে পাচ্ছে।”
তিনি বলেন, “উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ অবস্থান থেকে যদি কেউ সশস্ত্র বিদ্রোহের হুমকি দেয়, সেটা খুবই উদ্বেগজনক। তিনি বলেছেন ‘৫ তারিখে সমাধান না হলে ৬ তারিখে সশস্ত্রভাবে নামতাম।’ এটা দায়িত্বশীলতার পরিচয় নয়।”
এ সময় তিনি প্রশ্ন তোলেন, “উপদেষ্টা হয়েও যদি কেউ এ ধরনের বক্তব্য দেন, তাহলে তার সেই পদ কীভাবে বজায় থাকে? সশস্ত্রভাবে মাঠে নামা বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন? তিনি কি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য? তিনি কি সেনাবাহিনী বা কোনো রাজনৈতিক মিলিশিয়া সংগঠনের অংশ? জনগণ এ বিষয়ে পরিষ্কার জবাব চায়।”
১২৩ বার পড়া হয়েছে