ইউরোপিয়ান মঞ্চে ডি মারিয়ার শেষ অধ্যায়, বেনফিকার হারে বিদায়

সোমবার, ৩০ জুন, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাঠে বাজলো শেষ বাঁশি। চেলসির খেলোয়াড় ও কোচিং স্টাফরা উল্লাসে মেতে উঠলেন বিজয়ের আনন্দে।
কিন্তু মাঠের আরেক পাশে নিস্তব্ধতা, বিষণ্নতা আর অশ্রুজলে ভিজে থাকা বেনফিকার শিবির। সেই হতাশ ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে ছিলেন আনহেল ডি মারিয়া চোখে জল, হৃদয়ে ইউরোপীয় অধ্যায়ের সমাপ্তি।
এই হারের সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি ডি মারিয়া আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন ইউরোপিয়ান ফুটবল থেকে। আর্জেন্টিনার তরুণ প্রতিভা হিসেবে ২০০৭ সালে রোজারিও সেন্ট্রাল থেকে ইউরোপে পা রেখেছিলেন তিনি। গন্তব্য ছিল বেনফিকা, সেখান থেকেই শুরু হয় ইউরোপ征জয়ের পথ।
এরপরের গল্পটা রূপকথার মতো রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসের হয়ে পার করেছেন এক যুগেরও বেশি সময়। একমাত্র ইউনাইটেডে সময়টা স্বপ্নমতো না কাটলেও বাকি প্রতিটি ক্লাবে তিনি ছিলেন অনন্য। পারফরম্যান্সে বারবার প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব, গড়েছেন নিজস্ব অবস্থান।
এবার বয়স ৩৭। সেই প্রথম ক্লাব রোজারিও সেন্ট্রালেই ফিরছেন তিনি। ক্যারিয়ারের শেষ পাতাগুলো লিখতে চান নিজের শৈশবের মাঠে, যেখানে একদিন স্বপ্ন বুনে ইউরোপে এসেছিলেন।
ডি মারিয়ার চোখের অশ্রু ছিল শুধুই একটি ম্যাচ হারার নয় তা ছিল একটি যুগের অবসান, একটি অধ্যায়ের বিদায়ের ভাষা।
১২১ বার পড়া হয়েছে