সর্বশেষ

জাতীয়

মগবাজারের হোটেল থেকে উদ্ধার তিন মরদেহ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম।

ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘তিনটি মরদেহেই বিষক্রিয়ার উপসর্গ দেখা গেছে। আমাদের প্রাথমিক ধারণা, খাদ্যের মাধ্যমে বিষক্রিয়া হয়েছে। আমরা মরদেহগুলো থেকে রক্ত ও ভিসেরা সংগ্রহ করেছি, যা পরীক্ষার জন্য মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট এলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।’

এর আগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, ‘তিনটি দেহেই কোনো ধরনের বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন