ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ আয়োজনে বাফুফের শূন্য ব্যয় দাবি

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রায় সাড়ে চার বছরের বিরতির পর ফুটবল ফিরে এসেছে। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘ প্রতীক্ষা শেষে মাঠে নামা বাংলাদেশ, পাঁচ দিন পরই সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে মুখোমুখি হয়। ভুটানের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ, তবে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে।
এই দুটি ম্যাচ দর্শক ভীড়ে সিক্ত ছিল, বিশেষ করে সিঙ্গাপুর ম্যাচের টিকিট সংগ্রহে ভক্তদের মধ্যে ছিল চরম উত্তেজনা ও অসন্তোষ। যদিও আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পুরোপুরি প্রস্তুত ছিল।
সম্প্রতি বাফুফের কম্পিটিশন কমিটির বৈঠকে জানানো হয়, এই দুটি ম্যাচের সব আয়োজনের খরচ ফেডারেশনের নিজের তহবিল থেকে হয়নি। বরং ম্যাচ থেকে প্রাপ্ত আয় দিয়ে সব খরচ বহন করা হয়েছে। কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, "আমরা হিসাব করেছি, বাফুফে প্রথমবারের মতো কোনো নিজের অর্থ খরচ না করে ম্যাচ আয়োজন করেছে। আয় থেকে ব্যয় পুরোদমে মেটানো হয়েছে, কোনও ক্ষতি হয়নি।"
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের সফল আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। "আগামী দিনগুলোতে আরও ভালোভাবে ম্যাচ আয়োজনের জন্য পরিকল্পনা ও কমিটি গঠন করা হবে," তিনি যোগ করেন।
এদিকে, সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা থাকলেও বাফুফে সময় সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে আসন্ন ম্যাচের কারণে ঝুঁকি নিতে চাইছে না ফেডারেশন।
তাজওয়ার আউয়াল জানান, "মাঠের ঘাস নিয়ে সমস্যা ছিল। তবে আমরা ঝুঁকি এড়াতে সিঙ্গাপুর ম্যাচের পর ঘাস পরিবর্তনের পরিকল্পনা বাতিল করেছি। পরিবর্তে ঘাসের রক্ষণাবেক্ষণে কাজ চলবে যাতে মাঠের মান আরও উন্নত করা যায়।"
১২৪ বার পড়া হয়েছে