সর্বশেষ

খেলা

কলম্বো টেস্ট জিতে ইতিহাস গড়ার মিশনে নামছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে।

সিরিজের প্রথম টেস্টে গলে বেশিরভাগ সময় আধিপত্য করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ড্র হওয়া সেই ম্যাচে দুই ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে রেকর্ড গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। এছাড়া মুশফিকুর রহিম (১৬৩ ও ৪৯) এবং লিটন দাস (৯০) রান করে রানখরার সময় কাটান।

ব্যাটাররা যখন ফর্মে ফিরছেন, তখন ব্যর্থ হয়েছে কৌশলগত পরিকল্পনা। দ্বিতীয় ইনিংসে ইনিংস ঘোষণা করতে দেরি করায় জয়ের সম্ভাবনা ফসকে যায়। অনেকেই শান্ত ও মুশফিকের ব্যক্তিগত মাইলফলক অর্জনকে দায়ী করলেও, শান্ত জানিয়ে দিয়েছেন দলই তাদের অগ্রাধিকার। তবে পাঁচম ব্য দিনের বৃষ্টিও পরিকল্পনা ভেস্তে দেয় বলে জানান তিনি।

কলম্বোর এসএসসি ভেন্যু গলের একেবারেই বিপরীত। এখানে অনুষ্ঠিত ৪৫ টেস্টের মধ্যে ৩১টির ফলাফল এসেছে। সর্বশেষ ড্র হয়েছিল ২০১৪ সালে, সেটিও বৃষ্টির কারণে। অর্থাৎ, ফলাফলমুখী ম্যাচের ইতিহাস রয়েছে এ মাঠে।

তবে বাংলাদেশের জন্য কলম্বো ভেন্যু বরাবরই কঠিন। এখানে তিনটি টেস্ট খেললেও সবকটিতে হেরেছে তারা। সর্বশেষ খেলেছে ২০০৬ সালে। যদিও এই মাঠেই ২০০১ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে বিশ্বকে চমকে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

দলের শক্তি বাড়িয়ে ফিরছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, যিনি জ্বরে আক্রান্ত হয়ে প্রথম টেস্টে খেলতে পারেননি। কলম্বোর উইকেটেও স্পিনাররা বাড়তি সুবিধা পান এখন পর্যন্ত এখানে ৫১.৯২% উইকেটই এসেছে স্পিনে।

তবে প্রতিপক্ষও সমান শক্তিশালী। প্রবাথ জয়াসুরিয়া যেমন গত বছর এই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন শ্রীলঙ্কাকে। তাই ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও হতে হবে সতর্ক।

পরিসংখ্যানের চোখে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট রেকর্ড:
মুখোমুখি ২৭ ম্যাচে:
জয়: বাংলাদেশ ১
ড্র: ৬
হার: ২০
একমাত্র জয়: কলম্বোর পি সারা ওভালে, ২০১৭ সালে বাংলাদেশের শততম টেস্টে (৪ উইকেটে জয়)
দলীয় সম্ভাব্য পরিবর্তন:
মেহেদি মিরাজের ফেরায় বাদ পড়তে পারেন ওপেনার এনামুল হক বিজয়, যিনি প্রথম টেস্টে দুই ইনিংসে করেছিলেন মাত্র ০ ও ৪ রান।

বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা স্কোয়াড:
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েক, প্রবাথ জয়াসুরিয়া,

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন