সর্বশেষ

সারাদেশ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ২৩ জুন, ২০২৫ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ প্রকাশের জের ধরে মিজানুর রহমান রিপন (৪৮) নামের এক স্থানীয় গণমাধ্যম কর্মীকে মারধর ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইসলামপুর গ্রামের বাসিন্দা।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মিজানুর রহমান রিপন রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘আমর সংবাদ’-এর দৌলতপুর উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি নিউজ বাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার পর রাতেই তিনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি মাসের ৮ জুন উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় অবস্থিত তারাগুনিয়া ক্লিনিকে আখি খাতুন (২২) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় রিপনসহ কয়েকজন সাংবাদিক সংবাদ প্রকাশ করেন। ওই ঘটনার জের ধরে রোববার বাজারে দৈনন্দিন বাজার করার সময় বেবি নার্সিং হোমের মালিক আহসান হাবিব কালুর ছেলে খালিদ হাসান আর্জু তার ওপর অতর্কিত হামলা চালায়।

মিজানুর রহমান রিপন বলেন, "আমি বাজার করতে গিয়েছিলাম। এসময় খালিদ হাসান এসে হঠাৎ করে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বলে, 'আমার হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে নিউজ করেছিস'—এই অভিযোগে আমার ওপর হামলা চালিয়ে বেদম মারধর করে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।"

ঘটনার বিষয়ে দৌলতপুর উপজেলার প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন, "সাংবাদিকের ওপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।"

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন