সর্বশেষ

জাতীয়ছেঁড়া ও পোড়া নোট বদলে মূল্য ফেরতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
টিসিবিতে ৩৬ জেলায় নতুন পরিবেশক নিয়োগ, আবেদন শুরু
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার
সারাদেশনানা বিতর্কের মধ্যেই আজ রাবির দ্বাদশ সমাবর্তন
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
জাতীয়

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা আজ শেষ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ জুন, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশনে (ইসি) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা আজ রোববার (২২ জুন) শেষ হচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনে আগ্রহী দলগুলোকে আজকের মধ্যেই তাদের আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করবে না কমিশন।

ইসি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ১০০টি রাজনৈতিক দল নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সময়সীমা দেড় মাস বাড়িয়ে আজকের দিনটি চূড়ান্ত সময় হিসেবে নির্ধারণ করে।

নিবন্ধন আবেদনের সময়সীমা শেষ হওয়ার পরপরই নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা শাখা আবেদনগুলো প্রাথমিক যাচাই-বাছাই শুরু করবে।

নিবন্ধনের শর্ত
‘রাজনৈতিক দল নিবন্ধন আইন’ অনুযায়ী, একটি দলকে নিবন্ধনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। এগুলোর মধ্যে রয়েছে—

একটি সক্রিয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি,
দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর জেলা কমিটি,
অন্তত ১০০টি উপজেলা বা সমমানের ইউনিটে কার্যকর কমিটি।
এছাড়া, কোনো দলের প্রার্থী যদি পূর্বে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে থাকেন অথবা সর্বশেষ নির্বাচনে বৈধ ভোটের অন্তত পাঁচ শতাংশ পেয়ে থাকেন, তবে সেক্ষেত্রেও সেই দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়।

বর্তমানে কতগুলো দল নিবন্ধিত?
নির্বাচন কমিশনের তথ্যানুসারে, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে দেশে দল নিবন্ধন প্রথা চালু হয়। এরপর থেকে মোট ৫৫টি দল নিবন্ধিত হয়। তবে সময়ের সঙ্গে কিছু দল নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এবং আদালতের আদেশে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা—এই পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়।

সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফেরত দেওয়ার নির্দেশ এলেও, এখনো নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।

আদালতের আদেশে নিবন্ধন পাওয়া দলগুলো
গত এক দশকে যে কয়টি নতুন দল নিবন্ধন পেয়েছে, তাদের প্রায় সবাই আদালতের নির্দেশের পর ইসির স্বীকৃতি লাভ করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর), নাগরিক ঐক্য (মাহমুদুর রহমান মান্না) এবং গণসংহতি আন্দোলনসহ কয়েকটি দল।

ইসির কর্মকর্তারা জানান, এবারের আবেদন যাচাই-বাছাই ও দল নিবন্ধনের প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রেখে দ্রুততম সময়ে সম্পন্ন করার চেষ্টা করা হবে।

৩১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন