সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ছাত্র আন্দোলনের নেতা শাফায়াতের বাসায় নগদ অর্থ ও কাগজপত্র লুট

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ২৫ মে, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহর বাসায় চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মে) রাতের কোনো এক সময় শহরের মহিষখোলা এলাকার ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাফায়াত উল্লাহ জানান, রাতে বাসায় তালা দিয়ে তিনি নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামে মামার বাড়িতে যান। রবিবার (২৬ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফিরে এসে দেখতে পান বাসার মূল গেটের তালা ভাঙা। ঘরে ঢুকে তিনি দেখতে পান আলমারির দরজা খোলা এবং ড্রয়ারে রাখা সাড়ে ১৩ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়াও খাটের ড্রয়ারে রাখা আরও সাড়ে চার হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে বলে জানান তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, "ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন