সর্বশেষ

জাতীয়টঙ্গীতে শুরায়ী নেজামের আয়োজনে পাঁচদিনের জোড় ইজতেমা শুরু
সারাদেশত্রিশালে বন্ধুকে কুড়াল দিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ
ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা বাসে অগ্নিকাণ্ড
হিমালয়ের ঠান্ডা হাওয়ায় জমে উঠছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩.২ ডিগ্রি
আন্তর্জাতিকহংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯৪ জনের মৃত্যু, উদ্ধার অভিযান শেষ পর্যায়ে
খেলাসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় হার, তবুও আশাবাদী লিটন দাস
জাতীয়

'সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫' প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবিতে রোববার (২৫ মে) থেকে কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সচিবালয়ের প্রধান ফটকে বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত সংশোধিত অধ্যাদেশের খসড়া বাতিল না করা হবে, ততক্ষণ তারা কাজে ফিরে যাবেন না।

তিনি বলেন, “এই অধ্যাদেশের মাধ্যমে যে নিপীড়নমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আমরা মেনে নেব না। এটি একটি নিবর্তনমূলক আইন এবং আমরা এই অপপ্রয়াস রুখে দেব ইনশাআল্লাহ।”

বাদিউল কবীর আরও জানান, কর্মচারীরা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় অবস্থান করবেন এবং সেখানে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।

বিক্ষুব্ধ কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা সচিবালয়ের সব ফটক বন্ধ করে ‘অচল’ করে দিতে বাধ্য হবেন, যদি তাদের দাবি না মানা হয়। তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিক উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করেও কোনো আশ্বস্তকরণ বার্তা পাননি।

উল্লেখ্য, ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনের জন্য প্রস্তাবিত এ অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিতি, দায়িত্ব পালনে বাধা এবং দায়িত্ব পালনে অনাগ্রহের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। এ নিয়ে সচিবালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পর্যালোচনার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্বও দেওয়া হয়েছে। তবে তাতেও কর্মচারীদের অসন্তোষ প্রশমিত হয়নি।

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন