সর্বশেষ

সারাদেশ

পাবনায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই মেরুতে অবস্থান: সাত দফা দাবিতে কর্মসূচি

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ২৪ মে, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

একই দিনে, সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল্লাহ আল আমিন চৌধুরীর নেতৃত্বে পৃথক একটি মানববন্ধনের মাধ্যমে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির বিরোধিতা করা হয়।

চাটমোহরে সমিতির প্রধান কার্যালয়ের সামনে সকাল ১০টায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্য, শোষণ ও নির্যাতনের শিকার। তারা অভিযোগ করেন, সমান চাকরির বিধান থাকা সত্ত্বেও সমান সুবিধা পাচ্ছেন না তারা। বক্তারা অবিলম্বে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আরইবি চেয়ারম্যানের পদত্যাগসহ সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, তাদের কর্মসূচিতে শুরুতেই বাধা দেন সমিতির জেনারেল ম্যানেজার। তিনি কর্মসূচি বন্ধ করে আরইবি'র পক্ষে অবস্থান নিতে বলেন। জিএম কর্তৃক কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

একই দিন বেলা ১১টার দিকে জিএম আব্দুল্লাহ আল আমিন চৌধুরীর নেতৃত্বে আরইবি'র কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১৫-২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তারা 'মার্চ টু ঢাকা' কর্মসূচির বিরোধিতা করেন এবং সমিতির চলমান কার্যক্রমে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলেন।

এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, “আমি কাউকে কর্মসূচি করতে বাধা দিইনি। তারা ব্যানার টাঙাতে এসেছিল, পরে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। আমাদের সমিতি থেকে কেউ ঢাকায় যায়নি।”

একই প্রতিষ্ঠানের দুই পক্ষের ভিন্ন ভিন্ন অবস্থান এবং পাল্টাপাল্টি কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরীণ টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন