সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ দুই প্রতারক আটক

 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২৪ মে, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় জাল ডলার ও টাকা তৈরির সরঞ্জামসহ দুই প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাটিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার পূর্ব বিড়ালহ্মী গ্রামের জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রাসেল গাজী।

সাতক্ষীরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটককৃতরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের জাল মুদ্রা ছাপিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের ব্যবহৃত ছিল উন্নতমানের কালার প্রিন্টার, যার মাধ্যমে ডলার ও অন্যান্য মুদ্রা তৈরি করা হতো।

অভিযানে তাদের কাছ থেকে একটি কালার প্রিন্টার, কিছু পরিমাণ জাল ডলার, একটি ল্যাপটপ, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা, নিজস্ব ব্যবহৃত সিলসহ আরও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ইতোমধ্যে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন