সর্বশেষ

সারাদেশ

তরুণদের মানবসেবামূলক সংগঠন ‘রক্তিম বন্ধন’—একটি আলোকবর্তিকার যাত্রা

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
“সমাজ পরিবর্তনের মূল শক্তি তরুণরা”—এই বিশ্বাসকে সামনে রেখে ২০২১ সালের ৩০ মে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মানবসেবামূলক সংগঠন ‘রক্তিম বন্ধন বহুমুখী ফাউন্ডেশন’।

বালিয়াতলী চরগাছিয়া দাখিল মাদ্রাসার লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রায় ২৫ জন উদ্যমী তরুণ ও যুবক। সংগঠনের নেতৃত্বে ছিলেন আধ্যাত্মিক সাধক খাজা ফয়েজ উদ্দিন (রহ.) ও খাজা নাছের আলী (রহ.) এর উত্তরসূরি, প্রতিষ্ঠাতা সভাপতি খাজা মাসুম বিল্লাহ কাওছারী।

উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আতাউল্লাহ মোহনা, আয়মান আহমেদ আল-আমিন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ মুসা ও শরীফ মহিবুল্লাহসহ আশপাশের গ্রামের অনুপ্রাণিত তরুণরা।

সংগঠনটি আত্মপ্রকাশ করে সম্পূর্ণ অরাজনৈতিক ভিত্তিতে, সমাজ ও মানবকল্যাণকে একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করে। তরুণদের এ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মটি দ্রুতই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় সাড়া ফেলেছে।

শুরু থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চালু করে অসংখ্য রোগী ও পরিবারকে পাশে দাঁড়িয়েছে। এছাড়াও তারা পরিচালনা করে থাকে বাল্যবিবাহ প্রতিরোধ অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, মাদকবিরোধী প্রচারাভিযান, জনসচেতনতামূলক সেমিনার এবং নৈতিক শিক্ষা বিষয়ক কর্মশালা।

সংগঠনের অন্যতম লক্ষ্য তরুণদের গঠনমূলক কাজে যুক্ত করা। এই উদ্দেশ্যে নিয়মিত আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, ইসলামি কালচারাল অনুষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক ওয়ার্কশপ।

সংগঠনের মূলমন্ত্র—“আমরা যারা আলোর পথে, চলবো সবার হাত ধরে”—তরুণদের মাঝে মানবতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধের বীজ বপন করছে।

সংগঠনের ভবিষ্যৎ ভাবনা নিয়ে খাজা মাসুম বিল্লাহ কাওছারী বলেন,

“আমাদের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করা। রক্তিম বন্ধন যেন এক আলোকবর্তিকা হয়ে উঠে, যেখান থেকে ছড়িয়ে পড়বে ভালোবাসা, ইনসাফ, সামাজিক সমতা ও সচেতনতার আলো।”
অল্প কয়েক বছরের মধ্যেই ‘রক্তিম বন্ধন’ দক্ষিণাঞ্চলের বহু গ্রামে প্রভাব ফেলেছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে সংগঠনটি ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সমাজসেবার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন