সর্বশেষ

জাতীয়ওসমানের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ: ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, হামলার বিচার ও সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস
হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চেয়ে পুলিশের অনুরোধ
হাদির অবস্থা ক্রমেই সংকটাপন্ন, ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ : চিকিৎসক
হামলাকারীদের পরিচয় নিশ্চিত, যেকোনও সময় গ্রেফতার: ডিএমপি কমিশনার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
সারাদেশভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ
ঝালকাঠিতে ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
আন্তর্জাতিকইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিসহ ৯ অধিকারকর্মী আটক
এশীয় পণ্যে মেক্সিকোর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত, ক্ষতির মুখে রপ্তানিকারকরা
খেলা২৪ ঘণ্টায় ৫০ লাখ টিকিট আবেদন, উচ্চমূল্যের মধ্যেও আগ্রহ অব্যাহত
দুর্নীতির অভিযোগে ভারতীয় চার ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ
সারাদেশ

ধামরাইয়ে কোটি টাকার স্ট্রিট লাইট অচল: বেড়েছে চুরি-ডাকাতি

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে স্থাপিত কোটি টাকার স্ট্রিটলাইটগুলো দেখভালের অভাবে অচল হয়ে পড়েছে।

ফলে একদিকে যেমন মহাসড়ক রাতের বেলায় অন্ধকারে ঢাকা পড়ে যাচ্ছে, তেমনি বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধ।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ধামরাই থানা রোড থেকে ঢুলিভিটা পর্যন্ত স্ট্রিটলাইটগুলোর অধিকাংশই বন্ধ। কোথাও কোথাও বাতি থাকলেও তা জ্বলছে না। স্থানীয়দের অভিযোগ, স্থাপনের কিছুদিন পরেই অনেক লাইট খেলনার মতো হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে লাইটগুলো একের পর এক অকেজো হয়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না।

ধামরাইয়ের ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সৌরচালিত লাইটও। কিন্তু বেশিরভাগ লাইটই এখন অকার্যকর। অনেক স্থানে খুঁটিগুলো দাঁড়িয়ে থাকলেও লাইটগুলো চুরি হয়ে গেছে বা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

স্থানীয় পথচারী রানা বলেন, “নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করায় অল্প সময়েই বাতিগুলো নষ্ট হয়ে গেছে। রাতে মহাসড়কজুড়ে অন্ধকার নেমে আসে, তখন চলাফেরা করা দুঃসাধ্য হয়ে পড়ে। অপরাধীচক্রও এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে।”

একই অভিযোগ করেন পেশাদার গাড়িচালক সুরুজ। তিনি বলেন, “এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে-রাতে যানবাহনের চাপ থাকে। স্ট্রিটলাইট না থাকায় রাতের বেলায় চালাতে কষ্ট হয়, আর নিরাপত্তাও হুমকির মুখে পড়ে।”

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি এম নাহিদ মিয়া বলেন, “সড়কের দুর্ঘটনার একটি বড় কারণ হলো অব্যবস্থাপনা ও আলোর অভাব। স্ট্রিটলাইট না থাকায় পথচারীরা যেমন ঝুঁকিতে পড়ছেন, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।”

তবে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী মোঃ ওসমান গনি জানান, “স্ট্রিটলাইটের তার ও যন্ত্রাংশ চুরি হওয়ায় লাইটগুলো বন্ধ রয়েছে। ইতিমধ্যে কয়েকজন চোর ধরা পড়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে লাইটগুলো সচল করা হবে।”

জনগণের দাবি, কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পর সঠিক রক্ষণাবেক্ষণ না হলে জনগণ সুফল থেকে বঞ্চিত হবে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই অন্ধকার মহাসড়ক অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে পারে।

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন