সর্বশেষ

সারাদেশ

মানবিক রাষ্ট্র গঠনে ৩১ দফা প্রচারে ঘিওরে বিএনপির সভা অনুষ্ঠিত

 মো:সোহেল রানা, মানিকগঞ্জ
মো:সোহেল রানা, মানিকগঞ্জ

রবিবার, ১৮ মে, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি অবহিতকরণ ও প্রচারের অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বানিয়াজুরি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির।

বক্তব্যে তিনি বলেন, "দলের অভ্যন্তরে সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। ভবিষ্যতে তারা কোনোভাবে দলের কর্মসূচি বাধাগ্রস্ত করলে মানিকগঞ্জে তাদের বিরুদ্ধে কঠোর ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।"

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, "যারা বিএনপির চলমান কর্মসূচির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হবে এবং সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অয়ন খান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিক, যুবদলের সদস্য সচিব সানোয়ার, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল।

অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মানবিক রাষ্ট্র বিনির্মাণে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন