সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
সারাদেশ

টিকা কার্ড সংকটে স্থবির শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রম

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৮ মে, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শিশুদের নিয়মিত টিকা কার্যক্রম চললেও, টিকা কার্ড সংকটে ভুগছেন অভিভাবকরা।

দীর্ঘদিন ধরে এই কার্ড না পাওয়ায় শিশুদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহে মারাত্মক প্রতিবন্ধকতার মুখে পড়েছেন তারা।

মাস খানেক আগেও দেশের বিভিন্ন হাসপাতাল ও টিকাদান কেন্দ্রে টিকা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককে। বর্তমানে টিকার সংকট কিছুটা কমলেও, বহু এলাকায় এখনও মিলছে না টিকা কার্ড। স্বাস্থ্যকর্মীরা কোথাও হাতে লিখে, কোথাও অনলাইন থেকে প্রিন্ট করে কাগজে টিকা দেওয়ার তথ্য দিচ্ছেন। কিন্তু এসব অপ্রাতিষ্ঠানিক কাগজ সরকারি কাজে গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ উঠেছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা তৌহিদুজ্জামান বলেন, “জানুয়ারিতে আমার ছেলে জন্ম নেয়। জন্মের ৪৫ দিনের মাথায় প্রথম ডোজের টিকা দেওয়া হলেও কোনো টিকা কার্ড পাইনি। এখনো তৃতীয় ডোজ পর্যন্ত চলে গেছে, কিন্তু কার্ড দেয়নি। ফলে জন্মনিবন্ধন করতে পারছি না।”

একই উপজেলার বাসিন্দা আবু সাঈদ জানান, “আমরা শুধু একটা অনলাইন কপি পেয়েছি। সেটা দিয়ে আপাতত টিকা দেওয়া হচ্ছে। কিন্তু অফিসিয়াল কার্ড না থাকায় ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে।”

বরগুনা জেনারেল হাসপাতালের চিত্রও ভিন্ন নয়। আসফিয়া তাইয়েবা নামে এক শিশুকে টিকা দেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও কোনো কার্ড পাননি তার মা শাহিমা আকতার। “হাসপাতালে ঠিক সময়ে গিয়ে টিকাও দেওয়া যাচ্ছে না। আবার কার্ড তো একেবারেই নেই,” জানান তিনি।

এমন পরিস্থিতি মৌলভীবাজারসহ দেশের অন্যান্য জেলাতেও বিরাজমান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য সহকারী নীহার রঞ্জন আচার্য্য বলেন, “টিকা কার্ডের দীর্ঘদিন ধরে ঘাটতি রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ নেই।”

এই সংকটের বিষয়ে ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ড. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, “গত বছর আমাদের কোনো টেন্ডার হয়নি, তাই কার্ড ছাপানো সম্ভব হয়নি। তবে এবার সেই সমস্যা সমাধানে কাজ করছি। প্রিন্টিংয়ের কাজ শুরু হয়েছে, দু-এক মাসের মধ্যেই টিকা কার্ড সরবরাহ শুরু হবে।”

উল্লেখ্য, ইপিআই কর্মসূচির আওতায় যক্ষ্মা, পোলিও, হেপাটাইটিস-বি, হাম, রুবেলা, ডিফথেরিয়া, ধনুষ্টংকার, হুপিং কাশি ও হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি সহ ৯টি রোগের টিকা প্রদান করা হয়। পাশাপাশি ১৫-৪৯ বছর বয়সী নারীদের টিটি টিকাও দেওয়া হয়।

সরকারের এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি একটি কাগজের অভাবে যেন মুখ থুবড়ে না পড়ে—এমনটাই প্রত্যাশা অভিভাবকদের।

৪৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন