সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর সদরে বজ্রপাতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

রবিবার, ১৮ মে, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলার গোডাউন পুড়ে গেছে।

শনিবার (১৭ মে) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শুরু হওয়া ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় একটি খেজুর গাছের ওপর বজ্রাঘাত হয়। গাছটিতে আগুন ধরে গেলে তার একটি অংশ পাশেই অবস্থিত মো. আমির হোসেনের মালিকানাধীন তুলার গোডাউনের ওপর পড়ে। এতে মুহূর্তের মধ্যে গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে এবং ভিতরে থাকা তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় ব্যবসায়ী স্বপন বিশ্বাস জানান, “ঝড়বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। দেখি খেজুর গাছে আগুন ধরে গেছে। এরপর আগুন গোডাউনের ছাদে পড়ে এবং সেখান থেকেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই গোডাউনের অধিকাংশ তুলা পুড়ে যায়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন