নাভারনে ট্রেন-ট্রাক সংঘর্ষ: আহত ২, ট্রেন চলাচলে বিঘ্ন

রবিবার, ১১ মে, ২০২৫ ১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার নাভারনে খুলনা-বেনাপোল রুটের বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ মে) দুপুর ৪টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় ট্রাকটিকে সরাসরি ধাক্কা দেয় আসন্ন বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনটি। ওই ক্রসিংয়ে কোনো গেটম্যান বা সতর্কতা সংকেত না থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার দুজনেই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হেলপার কাওসার আলীর অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বেত্রাবতী এক্সপ্রেস নির্ধারিত সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ছেড়ে যেতে পারেনি।
স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দুর্ঘটনার কারণে ট্রেনের ইঞ্জিন মেরামতের কাজ চলছে এবং যথাসম্ভব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
১২৫ বার পড়া হয়েছে