কুমার বিশ্বজিৎ ব্যস্ত হচ্ছেন স্টেজ শোতে, নিবিড়ের খবর কী...

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ছেলে নিবিড়ের দুর্ঘটনার পর দুই বছরের বেশি সময় ধরে গান থেকে দূরে ছিলেন কুমার বিশ্বজিৎ।
ছেলে নিবিড়ের দুর্ঘটনার পর দুই বছরের বেশি সময় ধরে গান থেকে দূরে ছিলেন কুমার বিশ্বজিৎ। ছেলের চিকিৎসার জন্য স্ত্রীসহ কানাডায় বসবাস করছেন তিনি। নিবিড়ের শারীরিক অবস্থার উন্নতির কারণে এবার স্টেজ শোতে ফিরছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। আগামী মাস থেকে কানাডার টরন্টো দিয়ে তাঁর এই ব্যস্ততা শুরু হবে। এরপর প্যারিস, নিউজিল্যান্ড, কাতার এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে তিনি কনসার্ট করবেন। কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, শ্রোতাদের ভালোবাসায় তিনি আবার গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং নতুন গান নিয়েও পরিকল্পনা করছেন
২০২৩ সালের ফেব্রুয়ারিতে একমাত্র ছেলে নিবিড়ের মারাত্মক দুর্ঘটনার পর থেকেই সংগীত জগত থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলেন কুমার বিশ্বজিৎ। ছেলের চিকিৎসার জন্য তিনি স্ত্রীসহ কানাডায় অবস্থান করছেন। দুই বছরেরও বেশি সময় ধরে নিবিড় কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বর্তমানে এক বছর ধরে মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে আছেন। সন্তানের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতির কারণে কুমার বিশ্বজিৎ এবার দীর্ঘ বিরতির পর স্টেজ শোতে ফিরছেন। আগামী মাস থেকে কানাডার টরন্টোতে কনসার্টের মাধ্যমে তাঁর এই যাত্রা শুরু হবে। এরপর তিনি প্যারিস, নিউজিল্যান্ড, কাতার এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন ও পার্থে কনসার্ট করবেন। কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, মানসিক অবস্থার কারণে এতদিন গান গাওয়ার ইচ্ছা ছিল না, তবে শ্রোতাদের ভালোবাসা এবং নিবিড়ের সুস্থতার কারণে তিনি আবার গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন গান তৈরির পরিকল্পনাও চলছে।
১১৭ বার পড়া হয়েছে