দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না : এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী

সোমবার, ৫ মে, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হতে পারে না, একসময় পালিয়ে যেতে বাধ্য হয়। দেশের মানুষ সবসময় সততার রাজনীতি চায়।”
৫ মে সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে নতুনধারার রাজনীতি’ শীর্ষক জনসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। মোমিন মেহেদী অভিযোগ করেন, দেশের পুরোনো ও নতুন অনেক রাজনৈতিক দল সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়ে, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি ফের চালু করেছে। তিনি বলেন, “রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সচিবালয় থেকে শুরু করে জুতা সেলাইয়ের দোকান পর্যন্ত ভয়ভীতির সাম্রাজ্য গড়ে তোলা হচ্ছে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য আফতাব মন্ডল এবং বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা ও হরিদাস সরকার প্রমুখ।
নেতারা দুর্নীতির টাকায় গড়ে ওঠা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন।
১১৭ বার পড়া হয়েছে