সর্বশেষ

রাজনীতি

অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটাই বড় সংস্কার: হাসনাত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগকে ‘স্বৈরাচারী দল’ আখ্যায়িত করে অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো যদি, কিন্তু বা অথবা নেই। এটি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এটাই হবে দেশের সবচেয়ে বড় সংস্কার।”

আওয়ামী লীগের প্রতি তীব্র সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশে মৃত, এর জানাজা হয়েছে দিল্লিতে। আবরার ফাহাদ ও শহীদ আলিফের রক্তের ওপর পা দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে টিকে থাকতে পারবে না।”

তিনি অভিযোগ করে আরও বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একাত্তর পরবর্তী সময়ে শেখ মুজিব বাকশালের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছেন। তাদের লুটপাটের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এটি এক সন্ত্রাসী সংগঠন।”

শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

নারী অধিকার ইস্যুতে কথা বলতে গিয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে হাসনাত বলেন, “অপ্রয়োজনীয় সংস্কারের দিকে না গিয়ে এমন সংস্কার করতে হবে, যাতে নারীদের সম্মান ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকে।”

উল্লেখ্য, নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা চত্বর ট্র্যাজেডিসহ আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচারের দাবিতে হেফাজতে ইসলাম এই মহাসমাবেশের আয়োজন করে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন