সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার তালায় গাঁয়ে আগুন লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ২ মে, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সাতারার তালা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার তুলি (১৭) বৃহস্পতিবার (১ মে) বিকেলে নিজের গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসায় তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করার পথে বিকেলে তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্ত ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তুলি বাড়ির উঠানে, রাস্তায় ও কলাবাগানে তার পোড়া অংশের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলে কেরসিনের গন্ধ ও পোড়া গাছের কাঁচা পাতা দেখা গেছে। জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে তুলি বাড়ির সামনে উঠানে বসে নিজের শরীরে কেরসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং পিতা খুলনায় রিক্সা চালাচ্ছিলেন। গায়ে আগুন ধরে গেলে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। তবে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

প্রতিবেশীদের সহযোগিতায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পর তার মৃত্যু ঘটে। ঘটনার সময় তার শরীরে আগুন লাগার বিষয়টি স্পষ্ট ছিল এবং সে গোপনে নিজেকে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, সার্কেল এসপি মোঃ হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান এবং ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক ঘটনাস্থলে পরিদর্শন করেন। জানা গেছে, এক সূত্রে, তুলি কিছুদিন আগে স্থানীয় মসজিদের ইমাম আমিনুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যানের পরই ওই যুবক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোড়া শরীরের হাতে তুলি কলম দিয়ে আমিনুরের নাম লিখেছিল। এলাকাবাসীর মতে, প্রেমের প্রত্যাখ্যানের প্রতিশোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ইউপি সদস্য ইজাহার আলী জানান, তিনি শুনেছেন মেয়েটি মসজিদের ইমামের কাছ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে মেয়েটির একতরফা প্রেম চলছিল। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় সে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে ধারণা করা হচ্ছে।

তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখনো পর্যন্ত বিষয়টির মূল কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানা গেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন