ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ মে) দেশের সরকারি-বেসরকারি অফিসে ছুটি। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সৃষ্টি হয়েছে টানা তিন দিনের বিরতি।
ফলে রাজধানীবাসীর অনেকে এই সুযোগে ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে, কেউবা পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে।
বুধবার (৩০ এপ্রিল) অফিস শেষ হওয়ার পর থেকেই রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাসগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে।
বাস মালিকরা জানাচ্ছেন, যাত্রী চাহিদা এতটাই বেড়েছে যে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক দ্রুত সময়েই টিকিট শেষ হয়ে যাচ্ছে। তিশা প্লাস পরিবহনের মালিক রাজন হাসান বলেন, "সাধারণ সময়ে একটি বাসের সব সিট বুক হতে যেখানে ২০ মিনিট লাগে, এখন পাঁচ থেকে সাত মিনিটেই সব টিকিট শেষ হয়ে যাচ্ছে।"
লাকসামগামী যাত্রী আহসান উল্লাহ বলেন, "আমি একটি বিদেশি প্রতিষ্ঠানে কাজ করি, সপ্তাহে দুই দিন ছুটি থাকে। টানা তিন দিন ছুটি পেয়ে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছি।" অন্যদিকে বেসরকারি চাকরিজীবী শারমিন আক্তার বলেন, "পরিবার নিয়ে বান্দরবানে যাচ্ছি। অনেক দিন পর একটু সময় পেয়েছি বেড়ানোর জন্য।"
সরকারি কর্মকর্তা মো. নাজিম বলেন, "সরকারি চাকরিতে ছুটি পাওয়া বেশ কঠিন। এই সুযোগে মায়ের কাছে যাচ্ছি।"
তবে এই যাত্রার ভিড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। গুলিস্তান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, বনানী, মিরপুর ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী মো. জুবায়ের মাসুদ বলেন, "বুধবার ও বৃহস্পতিবার অতিরিক্ত চাহিদার কারণে দূরপাল্লার বাসে অতিরিক্ত ট্রিপ চালানো হবে। তবে শ্রমিক দিবস হওয়ায় চালক ও সহকারীদের অনেকেই বাস চালাতে আগ্রহ দেখান না। ফলে আজ কিছুটা বাস সংকট দেখা দিতে পারে।"
১০৬ বার পড়া হয়েছে