সর্বশেষ

আন্তর্জাতিক

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১২টার পর মধ্য কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির 'ঋতুরাজ হোটেলে' এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত ও আটকে পড়া আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির ভেতর থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং এক ব্যক্তি আতঙ্কে হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন। নিহত ওই ব্যক্তির নাম আনন্দ পাসোয়ান বলে শনাক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলটিতে একমাত্র সিঁড়িপথ থাকায় আগুন লাগার পর অনেকেই বের হতে না পেরে ঘরের ভেতরে আটকে পড়েন। ধোঁয়ায় হোটেলটি গ্যাস চেম্বারে পরিণত হয়। প্রাণ বাঁচাতে অনেকে ছাদে আশ্রয় নেন। দমকল বাহিনী হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে তাঁদের উদ্ধার করে।

দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। ঘটনাস্থলে রাতেই পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের দুই মন্ত্রী ও পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের তদন্তে কলকাতা পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিমও।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ওপর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন