ঈশ্বরদীর ডিগ্রির চরে দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর এলাকায় জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন—পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) ও আলম (২৭)। আহতদের প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত পিল্লু ও ছুবাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিগ্রির চর এতদিন স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের দখলে ছিল। তবে ১ বৈশাখ থেকে ওই চরটি সরকার থেকে লিজ নেন বিএনপি সমর্থক আকাত আলী শেখ। এরপর থেকেই এলাকার আওয়ামী লীগ সমর্থকরা ওই জমি পুনরায় দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে আকাত আলী শেখ তার স্বজন ও এলাকাবাসী নিয়ে চর এলাকায় গেলে, পাশের কলাবাগান থেকে মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায় এবং গুলি বর্ষণ করে। এতে চারজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
তিনি বলেন, "সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।"
এ ঘটনায় এখনো কোনো পক্ষের পক্ষ থেকে মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।
১৩২ বার পড়া হয়েছে