সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে মোটরসাইকেল চুরির মহোৎসব: সক্রিয় ৩টি সংঘবদ্ধ চক্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। স্থানীয় সূত্র, থানায় দায়েরকৃত অভিযোগ এবং পত্রিকাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, এলাকায় সক্রিয় রয়েছে মোটরসাইকেল চুরি নিয়ে গঠিত অন্তত তিনটি সংঘবদ্ধ চক্র।

এই তিনটি সিন্ডিকেটে জড়িত রয়েছে প্রায় ৩০ জন সদস্য। চুরি হওয়া বাইক যাচ্ছে রাজধানীসহ আশপাশের গ্যারেজে। গত ৬ মাসে চুরি হয়েছে ২৭টি মোটরসাইকেল। সম্প্রতি উপজেলা চত্বরে য় চুরি হয়েছে ৩টি।

চুরি হওয়া মোটরসাইকেলগুলো রূপগঞ্জসহ নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কাঁচপুর, মদনপুরের বিভিন্ন গ্যারেজে বিক্রি হচ্ছে। এছাড়াও রাজধানীর রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী, ধলপুর ও ধোলাইখালের গ্যারেজগুলোতেও পাচার হচ্ছে এসব চোরাই যান।

গোপন সূত্রে জানা গেছে, এসব গ্যারেজ মালিকদের সঙ্গে চোর চক্রের রয়েছে গভীর যোগসাজশ। চুরির আগেই নির্দিষ্ট গ্যারেজে চুক্তি সম্পন্ন করে নেয় চক্রটি। চুরি করার পরপরই মোটরসাইকেল গ্যারেজে পৌঁছে দিয়ে তাৎক্ষণিকভাবে রঙ ও নম্বরপ্লেট পরিবর্তন করে বিক্রি করে দেওয়া হয়।

গত ছয় মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোট ২৭টি মোটরসাইকেল চুরির তথ্য পাওয়া গেছে। শুধু গত এক সপ্তাহেই উপজেলা কার্যালয়ের সামনে থেকে চুরি হয়েছে ৩টি মোটরসাইকেল। সর্বশেষ গতকাল (২০ এপ্রিল) উপজেলা চত্বর থেকে একসাথে দুটি মোটরসাইকেল চুরি হয়।

সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটেছে ভুলতা-গোলাকান্দাইল, মুড়াপাড়া, তারাব, কাঞ্চন ও পূর্বাচল এলাকা থেকে। চনপাড়া বটতলা এলাকায় গত দুই মাসে ২০০ গজের মধ্যে থেকে চুরি হয়েছে তিনটি মোটরসাইকেল।

চুরির অভিনব কৌশল
এসআই মফিজুল ইসলাম জানান, একটি চুরির ঘটনায় তিনজন করে সদস্য কাজ করে। একজন পাহারার দায়িত্বে থাকে, একজন মালিকের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত রাখে, আর তৃতীয়জন মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে। চক্রের সদস্যরা সব ধরনের মোটরসাইকেলের লক খুলতে পারদর্শী।

এই চোরদের মধ্যে যারা সরাসরি মোটরসাইকেল নিয়ে পালায় তাদের 'কামলা' নামে ডাকা হয়। প্রতিটি মোটরসাইকেল চুরিতে ‘কামলা’ পায় মাত্র ৩ হাজার টাকা।

ক্ষতিগ্রস্তদের করুণ অভিজ্ঞতা
ভুক্তভোগী সোবহান মিয়া জানান, তারাব বিশ্বরোড সংলগ্ন কবরস্থানে জানাজায় অংশ নিতে গিয়ে বাইকটি হারান। পরে সিসিটিভি ফুটেজে এক চোরকে মোটরসাইকেল নিয়ে যেতে দেখা যায়।

চনপাড়া বটতলা এলাকার সীমান্ত মিয়া, রিফাত সরদার ও সাইফুল ইসলামের তিনটি বাইক গত দুই মাসে চুরি হয়েছে। ভুলতা আমলাবো এলাকার রাসেল মিয়া, রূপগঞ্জ গ্রামের আলমগীর হোসেন এবং গাউসিয়ার আরিফ হোসেনও একই ধরনের চুরির শিকার হয়েছেন।

পুলিশের অভিযান অব্যাহত
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, ইতোমধ্যে চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন