সর্বশেষ

বিনোদন

‘দাগি’ দেখতে কয়েদির পোশাকে প্রেক্ষাগৃহে শতাধিক ভক্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’ মুক্তির ১৯ দিন পার হলেও এখনও প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়।

এই উন্মাদনার নতুন মাত্রা যোগ করলেন নিশোর শতাধিক ভক্ত। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে এক অভিনব আয়োজনে হাজির হন তারা।

কয়েদির পোশাকে, গায়ে ‘দাগি’ সিনেমার পোস্টার প্রিন্ট করা টি-শার্ট পরে, ব্যানার হাতে মিছিল করে হলে প্রবেশ করেন তারা। পরে একসঙ্গে সিনেমাটি উপভোগ করেন শতাধিক ভক্ত।

ভক্তদের এমন ভালবাসা দেখে আপ্লুত হয়ে পড়েছে ‘দাগি’ সিনেমা টিম। দর্শকদের উচ্ছ্বাসে সাড়া দিতে এবং তাদের সঙ্গে সিনেমা উপভোগ করতে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক শিহাব শাহীনসহ পুরো টিম।

পরিচালক বলেন, “নিশোর ভক্তদের মাঝে ‘দাগি’ নিয়ে যে উত্তেজনা ও ভালোবাসা দেখছি, তা অবিশ্বাস্য। এমন আয়োজনে আমরা দারুণ অনুপ্রাণিত হয়েছি।”

উল্লেখ্য, আলোচিত এই সিনেমায় আফরান নিশোর সঙ্গে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার এবং রাশেদ মামুন অপু।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন