বৃষ্টিতে কমেছে দেশি ফলের দাম, বাজারে স্বাভাবিক সরবরাহ

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গত দুই দিনের টানা বৃষ্টিপাতে রাজধানীর বাজারে দেশি কিছু ফলের দামে স্বস্তি ফিরেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) মিরপুর-১ কাঁচাবাজার, মিরপুর-১০ ফলপট্টি, ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশ কিছু দেশি ফলের দাম কমেছে।
ব্যবসায়ীদের মতে, আবহাওয়ার প্রভাবেই ফলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম।
মিরপুর-১ এলাকার এক ফল ব্যবসায়ী জানান, বৃষ্টির কারণে পেয়ারা, তরমুজ, বাঙ্গি ইত্যাদি ফলের দাম কিছুটা কমেছে। তবে আনারস, সফেদা ও ডাবের দামে এখনো তেমন পরিবর্তন আসেনি।
বর্তমানে বাজারে সবরি কলা বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন দরে, আর চম্পা কলা ৬০ টাকা ডজন। গোল বাঙ্গি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি এবং লম্বা বাঙ্গি ৫৫ টাকা কেজি দরে।
তরমুজের বাজারেও কিছুটা পরিবর্তন দেখা গেছে। এখন ছোট আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজিতে এবং বড় আকারের তরমুজ ৪৫ টাকা কেজিতে। যা গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
ডাবের দাম এখনো আগের অবস্থানে রয়েছে। ছোট আকারের ডাব ১০০ টাকা, মাঝারি আকারের ১৫০ টাকা এবং বড় আকারের ডাব বিক্রি হচ্ছে ২০০ টাকা প্রতি পিসে।
আনারসের সরবরাহ কিছুটা কম থাকলেও ছোট আকারের আনারস বিক্রি হচ্ছে ২০ টাকা এবং বড়টি ৭৫-৮০ টাকায়। পেয়ারা পাওয়া যাচ্ছে ৫০ টাকা কেজিতে, আর সফেদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।
এছাড়া, কাঁচা আমের সরবরাহও রয়েছে বাজারে। বর্তমানে কাঁচা আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়।
ফল ব্যবসায়ীরা জানান, আসন্ন গরমের মৌসুমে ফলের চাহিদা আরও বাড়বে এবং দামেও কিছুটা তার প্রভাব পড়তে পারে।
১৫৩ বার পড়া হয়েছে