সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে বৈচিত্র্যময় বর্ষবরণ শোভাযাত্রায় ১১টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক মিলনায়তনে। পরে সেখানে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

শোভাযাত্রায় মারমা, ম্রো, চাকমা, খুমি, ত্রিপুরা, পাঙখুয়া, বমসহ মোট ১১টি আদিবাসী জাতিগোষ্ঠীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক উপস্থাপনায় তারা নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পাহাড়ি পল্লিগুলোতে এরইমধ্যে নববর্ষ ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। বিজু, বৈসুক, সাংগ্রাইসহ নানা সংস্কৃতির মেলবন্ধনে পাহাড়জুড়ে আনন্দে মেতে উঠেছে বাঙালি ও আদিবাসী সম্প্রদায়।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন