সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২ নেতা গ্রেফতার

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলার দুই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে একজন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যজন পোরশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মহাদেবপুর উপজেলার কুঞ্জবন গ্রামের নিজ বাড়ি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি মহাদেবপুর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে বদলগাছী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এদিকে, পোরশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক শাহ কে পোরশা থানা পুলিশ গ্রেফতার করে বুধবার রাতে। তার বিরুদ্ধে পোরশা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে, যেখানে তাকে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর মাসুদুর রহমান মাসুদ গোপনে তার বাড়িতে ফিরলে পুলিশের কাছে গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, সিদ্দিক শাহ কে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়ার পর, দুই নেতাকেই আদালতে সোপর্দ করা হলে তাদের জামিন নামঞ্জুর করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন