সর্বশেষ

জাতীয়প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
খালেদা জিয়ার অবস্থা গুরুতর, সংকটময় সময় পার করছেন: মেডিকেল বোর্ড
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়াল এনবিআর
সারাদেশঘন কুয়াশায় টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের সংঘর্ষ, আহত ২২
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন, এক কর্মচারীর মৃত্যু
আন্তর্জাতিকতাইওয়ানের উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপ শুরু
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
সারাদেশ

ইউএনও'র সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ের সামনে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ ৪ জন নেতা বিএনপি প্রতিনিধিদের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন।

এ ঘটনার পটভূমিতে জানা যায়, ইউএনও অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য কাজ করায় বিএনপি নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ইউএনওর সঙ্গে কথা বলতে গিয়ে জামায়াত নেতাদের দেখেন এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে।

মারধরের শিকার জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক-ই আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস এবং সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনওর অফিসে অপেক্ষা করতে থাকা জামায়াত নেতাদের দেখে বিএনপি নেতারা রেগে যান এবং পরে অফিসে ঢুকে তাদের মারধর করেন।

এই সহিংসতার ঘটনায় আক্রান্ত জামায়াত নেতাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো উপজেলায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জামায়াত নেতাদের পক্ষ থেকে ঘটনাটির প্রতিবাদ জানানো হয়।

বিএনপি নেতৃবৃন্দ ঘটনাটির সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন, এবং জানান যে, অপরাধীদের বিরুদ্ধে তারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের চিন্তা করছেন। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, প্রশাসন এবং সরকারের কাজে বাধা দেওয়ার পাশাপাশি নিরাপত্তার অভাব রয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা এবং আহতরা এখনও মামলা করতে আসেননি। যদি তারা আসেন, তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি অত্যন্ত দুঃখজনক এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন