সর্বশেষ

জাতীয়

চলছে শেষ সপ্তাহ, বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাণিজ্যমেলায় প্রথম দিকে অত বেশি ক্রেতাদের সমাগম না থাকলেও শেষের দিকে আছে উপচে পড়া ভিড়। বহুগুণে বেড়েছে বেচা কেনা। 

মেলা শেষের দিকে হওয়ায় দর্শনার্থীর সঙ্গে সঙ্গে স্টলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এতে ব্যবসায়ী ও বিক্রয়কর্মীদের যেন দম ফেলার ফুরসত নেই। ব্যবসায়ীরা এখন বেজায় খুশি। 


সরেজমিন ঘুরে দেখা গেছে, শনিবার মেলার ২৫তম দিন দর্শনার্থীদের পদচারণে পরিপূর্ণ ছিল পুরো প্রাঙ্গণ। মেলায় কোথাও যেন একটু দাঁড়িয়ে থাকার সুযোগ নেই।  দর্শনার্থীদের সঙ্গে বেড়েছে ক্রেতাদের আগমনও। ব্যাপক পরিমাণ দর্শনার্থী হওয়ায় মেলায় তৈরি হয়েছে ক্রেতা-ব্যবসায়ীদের মেলবন্ধন।

এশিয়ান বাইপাস, গাজীপুর বাইপাস ও তিন শ ফুট সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে। মেলা পুরোপুরি জাঁকজমকপূর্ণ হওয়ায় দর্শণার্থীরাও অনেক খুশি। 

শুরুর দিন থেকে এত জাঁকজমক দেখা না গেলেও ২৫তম দিনে এসে বাণিজ্য মেলা যেন তার নিজস্ব রূপ ফিরে পেয়েছে। এদিন সকাল থেকেই দর্শনার্থীরা মেলায় আসতে শুরু করে।

সকালে দর্শনার্থী কিছুটা কম থাকলেও দুপুরে পুরো মেলা দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। ব্যবসায়ীরাও তাঁদের স্টলকে রং-বেরঙের বাতি দিয়ে সাজিয়েছেন। মেলা সেজেছে অপরূপ রূপে। মেলার ভেতরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যায় রাখা হয়েছে নাচ-গানসহ নানা আয়োজন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন