শৈলকুপায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার শৈলকুপা উপজেলার ১১ নম্বর আবাইপুর ইউনিয়নে পথসভা করেছেন।
এদিন তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেন।
পথসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও আবাইপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
সভায় বক্তারা অ্যাডভোকেট আসাদুজ্জামানকে একজন যোগ্য, দক্ষ ও জনপ্রিয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তারা আসন্ন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় হাত উঁচু করে ভোটারদের কাছ থেকে সমর্থনের অঙ্গীকার নেওয়া হয়।
নিজের বক্তব্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করা হবে। তিনি জানান, দেশের অবহেলিত ও বঞ্চিত গৃহিণীদের জন্য ‘গৃহিণী কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে প্রতিটি কার্ডধারী ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
এছাড়াও তিনি শৈলকুপায় শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করার আশ্বাস দেন।
১০৭ বার পড়া হয়েছে