কুমিল্লায় নতুন ফ্যাসিবাদ প্রতিরোধের অঙ্গীকার ডা. শফিকুর রহমানের
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চলছে, তবে জুলাই যোদ্ধারা তা কখনো সফল হতে দেবে না।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'আপনারা একসময় মজলুম ছিলেন, এখন জালেম হওয়ার চেষ্টা করবেন না। মানুষের অধিকার হরণ করা যাবে না।'
শুক্রবার রাতে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে একটি সরকার প্রতিশোধের রাজনীতি করেছে, কিন্তু জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। 'আমরা প্রতিশোধের রাজনীতিকে হারাম মনে করি। রাজনীতি হবে নীতির রাজনীতি, সেই নীতির ভিত্তিতেই দেশ পরিচালিত হবে,' যোগ করেন তিনি।
তিনি কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, 'কুমিল্লা নামেই বিভাগ হবে। আমরা ঘোষণা দিয়েছি, এটি আমাদের পবিত্র দায়িত্ব। অন্য কেউ সরকার গঠন করলেও এই দাবি বাস্তবায়ন করতে বাধ্য করব।' পাশাপাশি কুমিল্লা বিমানবন্দর চালু এবং ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবিও জানান তিনি।
জামায়াত আমির দাবি করেন, তাদের দল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তিনি বলেন, 'অন্য কোনো দলের এত নেতাকর্মী খুন, গুম, অফিসে তালা, নিবন্ধন বাতিল বা নিষিদ্ধের শিকার হয়নি। সবচেয়ে বেশি গুম ও দমন-পীড়নের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।'
তিনি আরও বলেন, 'আমরা কারও ওপর প্রতিশোধ নেব না। কেউ অপরাধ করলে আইন তার বিচার করবে। আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না।' গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তিনি শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, 'কোনো দলের আনুকূল্য করবেন না, দেশের মানুষের পক্ষে থাকুন।' গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'মিডিয়া জাতির বিবেক। অন্যায়কে সমর্থন করবেন না, ন্যায়ের পক্ষে থাকুন।'
তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত সরকার গঠন করলে মেয়েদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার খরচ সরকার বহন করবে।
সভা শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি।
জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ জোটের অন্যান্য নেতারা। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কুমিল্লা সদর আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মো. মাহবুবুর রহমান।
১৫৮ বার পড়া হয়েছে