আল্লাহ ছাড়া দেশের বাইরে কোনো প্রভু নেই: শাহজাহান মিঞা
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, “আল্লাহ ছাড়া দেশের বাইরে কোনো প্রভু নেই।”
শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সত্যিকারের ইসলামপ্রেমী দল হলো বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ্’ অন্তর্ভুক্ত করেছিলেন। পাশাপাশি তিনি বলেন, জামায়াত ১৯৭১-এর ইতিহাসকে মুছে দিতে চায়, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
শাহজাহান মিঞা শিবগঞ্জকে নির্বাচিত হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সভায় শ্যামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
১০৯ বার পড়া হয়েছে