মাদকমুক্ত দেশ গড়তে তরুণদের নেতৃত্ব জরুরি: হাসান মারুফ
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ।
তিনি বলেছেন, মাদক শুধু একজন মানুষকে নয়, তার পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই সংকট থেকে উত্তরণে কেবল আইন প্রয়োগ নয়, প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও মাদকবিরোধী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন।
বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধান অতিথি জানান, মাদক নিয়ন্ত্রণে অধিদপ্তর চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস ও ক্ষতি হ্রাস-এই তিন কৌশলকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করছে।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ পাঠ করান এবং প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী বার্তা নিয়ে ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
১২৪ বার পড়া হয়েছে