১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ১২ ফেব্রুয়ারি তার দলের বিজয় নিশ্চিত হলে ১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’ ঘোষণা করবেন।
এ সময় তিনি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহমখদুম (র.) মাজার জিয়ারত শেষে জনসভা মঞ্চে উঠেন তিনি। তারেক রহমান বলেন, গত কয়েক বছর নিশি-রাতের ভোট এবং ইভেন্ট-ডামি ভোট দেখেছে দেশ। এখন নতুন ষড়যন্ত্র হচ্ছে। জনগণ ১২ ফেব্রুয়ারি সজাগ থাকলে ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণের জন্য কাজ শুরু হবে।
তিনি আরও জানান, রাজশাহীতে থাকা আইটি পার্কের কার্যক্রম সচল করতে, পদ্মা নদী খনন ও ব্যারেজ নির্মাণ করে দেশের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ভাগ্য উন্নত করতে কাজ করবে বিএনপি। এছাড়া আম বাগান ও কৃষি উৎপাদনের জন্য হিমাগার নির্মাণ, ভোকেশনাল প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
তারেক রহমান দেশের অর্থ বিদেশে যাওয়া রোধ করতে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন। জনসভায় দলীয় প্রার্থীদের হাতে ‘ধানের শীষ’ তুলে দিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটাররা প্রার্থীদের পর্যবেক্ষণ করবেন, ১৩ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা জনগণের সেবা শুরু করবেন।
১০৫ বার পড়া হয়েছে