দেশের ‘থার্ড আই’ হিসেবে কাজ করে সাংবাদিক : এবিএম মোশাররফ
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান মঙ্গলবার বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও কেক কাটা মাধ্যমে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় এবিএম মোশাররফ বলেন, 'সাংবাদিকদের সামনে আগামী দিনগুলো অনেক চ্যালেঞ্জের। পাঠক সত্যতা ও বস্তুনিষ্ঠতা জানতে চায়। যদি তা প্রমাণ করতে না পারেন, টিকে থাকা কঠিন হবে। গণমাধ্যম এখন এত শক্তিশালী যে যেকোনো দেশের সরকারকেও নাড়িয়ে দিতে পারে। এটি দেশের ‘থার্ড আই’ হিসেবে কাজ করে।'
তিনি আরও উল্লেখ করেন, 'গত ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনে হয়তো সরকার পতন ঘটার পথে ছিল, কিন্তু সেটির ভিত্তি গড়ে দিয়েছিল সাংবাদিকরা। যেমন গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে রিসোর্ট তৈরির প্রতিবেদন এবং নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের তথ্য সরকারের প্রতি জনতার আস্থা ও সমালোচনা উভয়ই প্রভাবিত করেছে।'
এছাড়া তিনি বলেন, 'গণমাধ্যম সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের পরিবর্তন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহায়তা করে। মুক্ত সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রবাহকে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে কার্যকর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।'
উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ এবং টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সম্পাদক ফরিদ উদ্দিন বিপু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন রেলী দিয়ে শহর প্রদক্ষিণ, আলোচনা সভা, ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে শেষ হয়।
১৩১ বার পড়া হয়েছে