বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫১০ মেট্রিকটন (নন-বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চারটি চালানের মাধ্যমে প্রবেশ করে দেশে।
এই চালগুলো ১৪টি ট্রাকে পরিবহনের মাধ্যমে ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্যাডে প্রবেশ করে।
চাল আমদানিকারক প্রতিষ্ঠান হলো হাজী মুসা করিম এন্ড সন্স, এবং আমদানিকৃত চাল ছাড়করণের জন্য দায়িত্বে রয়েছে সি অ্যান্ড এফ এজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ।
বেনাপোল বন্দরের সূত্র জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ ৬,১২৮ মেট্রিকটন চাল আমদানি হয়েছিল। সরকারের অনুমতি অনুযায়ী, গত ১৮ জানুয়ারি-২০২৬ তারিখে ২৩২টি আমদানিকর প্রতিষ্ঠানকে মোট দুই লাখ মেট্রিকটন চাল আমদানের অনুমতি দেওয়া হয়েছে। এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল বাজারজাত করতে হবে।
সি অ্যান্ড এফ এজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান বলেন, “চাল আমদানির শুরু থেকেই আমরা কাস্টমস হাউসে চাল ছাড়করণের জন্য কাজ করে আসছি। ভারত থেকে আজ ৫১০ মেট্রিকটন চাল এসেছে। প্রয়োজনীয় ডকুমেন্টস ইতিমধ্যে সাবমিট করা হয়েছে। আশা করি দ্রুতই চাল ছাড়করণের ক্লিয়ারেন্স পাওয়া যাবে।”
বেনাপোল বন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, “গত বছরের নভেম্বর মাসে সর্বশেষ ৬,১২৮ মেট্রিকটন চাল আমদানি হয়েছিল। আজ চারটি চালানে ৫১০ মেট্রিকটন চাল এসেছে। দ্রুত খালাসের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
১১৮ বার পড়া হয়েছে