গোবিপ্রবিতে ‘মুলা’ ঝুলিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতীকী প্রতিবাদ
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) চলমান নানা সংকট ও চার দফা দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) দপ্তরে প্রতীকীভাবে ‘মুলা’ ঝুলিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ভিসি ও প্রোভিসির দপ্তরের সামনে ‘মুলা’ ঝুলিয়ে দিয়ে তারা তাদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ পাসে ব্যর্থতা, ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে পুলিশ বক্স স্থাপন না করা, শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগে গড়িমসি, বিভিন্ন ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি এবং আইডি কার্ডে অতিরিক্ত অর্থ আদায়—এসব সমস্যার সমাধান দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। তবে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।
নেতাকর্মীদের ভাষ্য, শিক্ষার্থীদের বারবার প্রতিশ্রুতি দিয়ে ‘মুলা ঝুলিয়ে’ রাখা হচ্ছে। সেই আশ্বাসের প্রতিবাদেই তারা প্রতীকীভাবে ‘মুলা’ ঝুলিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, দাওয়াহ সম্পাদক মো. সোহেল রানা, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল আলম অলি, কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ও প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত। প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোনো দাবি বাস্তবায়ন হয়নি। আমরা সেই আশ্বাস নিতে নিতে ক্লান্ত। তাই প্রতীকীভাবে ‘মুলা’ ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছি। আশা করি প্রশাসন এবার কার্যকর পদক্ষেপ নেবে।”
প্রতীকী এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে এবং দ্রুত সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
১১৯ বার পড়া হয়েছে